শুভদীপ বন্দ্যোপাধ্যায়
বিমল রায় ১৯৫৪ সাল নাগাদ ভাবলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবদাস' কাহিনির চলচ্চিত্র রূপ দেবেন। দেবদাসের নামভূমিকায় তিনি দিলীপ কুমারকে নির্বাচন করেন। ঐ সময় দাঁড়িয়ে দিলীপ কুমারের মতো আদর্শ ব্যর্থ প্রেমিকের রোল কেউ যে করতে পারতেন না তা বলাই বাহুল্য।