দ্য ওয়াল ব্যুরো: দুর্যোগে আশার আলো!
ভরা বর্ষায় জনজীবন নাকাল। সোমবার রাতভর বৃষ্টি চলার পর মঙ্গলবার সকালেও শহরের একাধিক অংশ জলমগ্ন। তার মধ্যেই বারাসাত থেকে এক মুমূর্ষু রোগীকে নিয়ে কলকাতার দিকে আসছিল একটি অ্যাম্বুলেন্স (Ambulance)। কিন্তু ভিআইপি রোডে প্রবল জলের চাপ এবং ট্রাফিক জটে পড়ে আচমকাই খারাপ হয়ে যায় গাড়ির ক্লাচ প্লেট। বিপাকে পড়েন রোগীর আত্মীয়েরা। সময়মতো হাসপাতালে পৌঁছতে না পারলে প্রাণ সংশয়ের আশঙ্কাও তৈরি হয়েছিল।