দ্য ওয়াল ব্যুরো: কদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তাঁকে সংবর্ধনা জানাতে দলের তরফে আয়োজিত অনুষ্ঠানে আলাদা করে নজর কেড়েছিল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) অনুপস্থিতি।
এমনকী সাম্প্রতিক অতীতে দলের বিভিন্ন অনুষ্ঠানে ডাক না পাওয়া নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভও প্রকাশ করেছেন ঘোষবাবু। এমন আবহে মঙ্গলবার বিকেল ৪টেয় দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দলের নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। স্বভাবতই, দিলীপ-শমীকের এই বৈঠক ঘিরে বাড়তি কৌতূহল রাজনৈতিক মহলে।
#REL