দ্য ওয়াল ব্যুরো: সোনারপুর মহাবিদ্যালয়ে (Sonarpur Mahavidyalaya) ফের ছাত্র রাজনীতির নামে ক্ষমতার দাপট? কসবা কাণ্ডের পর স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে কারণ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। কী রয়েছে সেই ভিডিওতে?
কলেজের এক রুমে এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর এক ছাত্র। ভিডিওতে দেখা যাচ্ছে এমনই। দাবি, যে যুবক ওই কাজ করাচ্ছেন তিনি প্রতীক কুমার দে, তৃণমূল ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর (TMCP Leader)। এই ঘটনার জেরে কলেজের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।