দ্য ওয়াল ব্যুরো: তোলাবাজির (Extortion) অভিযোগে তৃণমূলের (TMC) এক নেত্রীর স্বামীর সরকারি চাকরি গেল। মঙ্গলবার তার নির্দেশ জারি করল হাওড়া পুলিশ কমিশনারেট।
অভিযুক্তের নাম বরুণ দাস (Barun Das)। পুলিশি নির্দেশে বলা হয়েছে, সাঁকরাইল এলাকায় নির্মীয়মাণ বাড়ি ও দোকান থেকে জোর জুলুম করে তোলা আদায়ের অভিযোগ ছিল বরুণ দাসের বিরুদ্ধে। কোথাও বাড়ি বা দোকান তৈরি হচ্ছে খবর পেলেই বরুণ তাঁদের ফোন করত বলে অভিযোগ। তাঁর সরকারি ডিউটি থাকত রাতে। দিনের বেলায় বরুণ এসব করে বেড়াতেন।