দ্য ওয়াল ব্যুরো: সে জমানায় ডিআরএস (DRS) ছিল না। আম্পায়ারের সিদ্ধান্ত অদ্ভুত, অযৌক্তিক কিংবা ভুল মনে হলে রিভিউ-টিভিউ তো দূর অস্ত, বিক্ষোভ এমনকি বিস্ময়ও প্রকাশ করা যেত না। তাতে শাস্তির ভয় ছিল। রাগে গজগজ করতে করতে বাইশ গজ ছাড়তে হয়েছে অনেককে।
অপর প্রান্তের উইকেটের পেছনে আম্পায়ার স্টিভ বাকনর (Steve Bucknor) দাঁড়িয়ে থাকলে অবধারিতভাবে কপাল পুড়ত যাঁর, উল্টোপাল্টা সিদ্ধান্তে মাথা ঝাঁকিয়ে সাজঘরে পা বাড়াতেন নিশ্চিত, তাঁর নাম শচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ক্যারিবিয়ান আম্পায়ার ম্যাচ পরিচালনার বরাত পেয়েছেন মানেই আজব কোনও সিদ্ধান্তে আউট হবেন। যেন এটাই ভবিতব্য, এতটাই অমোঘ!