দ্য ওয়াল ব্যুরো: পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে চালু হচ্ছে দেশটির প্রথম দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সুপারস্পেশালাইজড হাসপাতালে সীমিত পরিসরে পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের অফিস।
চিনের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই সেন্টারটি উন্নত বিশ্বের মানদণ্ডে গড়ে তোলা হয়েছে, জানিয়েছে বাংলাদেশ সরকার। যেখানে মিলবে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ও সুনির্দিষ্ট পুনর্বাসন সেবা।