রাহুল দাস
সিরিজ এখন ক্রিকেটের সবথেকে ঐতিহ্য মন্ডিত ঠিকানায় পৌঁছল। সেন্ট জনস উড রোড, এন ডব্লিউ ৮ - লর্ডস গ্রাউন্ডের পোস্টাল ঠিকানা, ক্রিকেটের পীঠস্থান। লর্ডস কিন্তু কোনও সাধারণ কোনও মাঠ নয়। একটি ঐতিহ্যের জীবন্ত দলিল। ক্রিকেটের ধর্মীয় এক আবেগ। কিন্তু জেন এক্স ভারতীয় দলের কাছে এর কোনও আলাদা অনুভূতি নেই, এটা একটা টেস্ট ম্যাচ নিছক মাত্র।