দ্য ওয়াল ব্যুরো: এসএসসির নতুন নিয়োগে (SSC Recruitment Case) ‘দাগি’দের সুযোগ না-দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ও রাজ্য সরকার পৌঁছেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে (Calcutta High Court)। শুনানিতে এসএসসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল বেঞ্চ।
বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ সরাসরি প্রশ্ন তোলে— এসএসসি কেন ‘দাগি’ প্রার্থীদের পাশে দাঁড়াচ্ছে? আদৌ কি কমিশনের এমন কোনও অবস্থান নেওয়ার অধিকার রয়েছে? আর নিয়োগপ্রক্রিয়ায় কমিশন কেমন করে প্রভাবিত হচ্ছে?