দ্য ওয়াল ব্যুরো: ধ্রুপদী সঙ্গীতের চর্চা ও প্রসারে নিজস্ব পথেই এগচ্ছেন তরুণ সেতারবাদক ঋষভ রিখিরাম শর্মা। পণ্ডিত রবিশঙ্করের কনিষ্ঠতম ও শেষ শিষ্য ঋষভ শুধু সঙ্গীত নয়, গুরুত্ব দিচ্ছেন শৃঙ্গার বা রূপসজ্জার ক্ষেত্রেও। আর সেই সাজের অন্যতম চমক—তাঁর দাঁতে বসানো ছ’টি হিরে।
শুধু ফ্যাশনের জন্য নয়, বরং এই হিরে তাঁর মতে সঙ্গীতের সঙ্গে আধ্যাত্মিকভাবে যুক্ত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি দাঁতেও হীরা বসিয়েছি। এটা শৃঙ্গারেরই অংশ। সাজলে মন ভাল থাকে, মন ভাল থাকলে সঙ্গীতও সুন্দর হয়।”
#REL