দ্য ওয়াল ব্যুরো: সামান্য কথা কাটাকাটি থেকে খুন। অশান্তি চরমে পৌঁছলে স্ত্রীকে শ্বাসরোধ করলেন এক ব্যক্তি। ঘটনা বেঙ্গালুরুর। দুই সন্তানের সামনেই তথ্য-প্রযুক্তি সংস্থার এক কর্মী স্ত্রীকে খুন করেন বলে অভিযোগ।
হরিশ কুমার ও পদ্মজা বেঙ্গালুরুর বোম্মনাহল্লি এলাকায় বসবাস করছেন বেশ কয়েক বছর ধরে। উভয়ই ইঞ্জিনিয়রিং পাশ করে কর্পোরেট সংস্থায় কাজ করতেন। তাঁদের দুই সন্তান রয়েছে। মঙ্গলবার রাতে কোনও পারিবারিক বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয় হরিশ ও পদ্মজার মধ্যে।
#REL