দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক একাধিক বিমানে দুর্ঘটনার খবরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কলকাতাগামী এক যুবক (Indigo Passenger)। সূত্রের খবর, মুম্বই থেকে উড়তে চলা ইন্ডিগো ফ্লাইটে (Mumbai Kolkata Flight) ওঠার পরেই তাঁর প্যানিক অ্যাটাক হয় (Panic Attack)।
শ্বাসকষ্ট, উদ্বেগ, অস্বস্তির মধ্যে বারবার উঠে-পড়ে হাঁটাহাঁটি করছিলেন তিনি। অভিযোগ, এমন অবস্থায় পাশের আসনে বসা এক সহযাত্রী (Fellow Passenger) বিরক্ত হয়ে ওই যুবককে সপাটে চড় মারেন।