দ্য ওয়াল ব্যুরো: একদা রিয়াল মাদ্রিদ ম্যানেজার, এখন ব্রাজিল দলের কোচ কার্লো অ্যান্সেলোত্তিকে এক বছরের কারাদণ্ড দিল স্পেনের আদালত। অভিযোগ, ২০১৪ সালে রিয়ালের দায়িত্বে থাকার সময় নিজের ছবির স্বত্ব থেকে প্রাপ্ত আয় গোপন করে স্প্যানিশ কর দফতরকে প্রায় ৮ লক্ষ ৩০ হাজার পাউন্ড ফাঁকি দেন তিনি।
যদিও আদালতে দাঁড়িয়ে অ্যান্সেলোত্তির দাবি, রিয়াল মাদ্রিদ ও তাঁর হিসেবরক্ষকদের পরামর্শেই তিনি যাবতীয় আর্থিক কাঠামো মেনে চলেছেন। তাঁর কথায়, ‘সবকিছুই আমাকে স্বাভাবিক মনে হয়েছিল। বুঝতেই পারিনি যে কিছু ভুল হতে পারে।’
#REL