দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের চুরু জেলার ভানোদা গ্রামের কাছে রুটিন প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান (Rajasthan Jet Crash)। মর্মান্তিক দুর্ঘটনায় যে দুজন পাইলটের (Two Pilots) মৃত্যু হয়েছে তাঁদের পরিচয় সামনে এসেছে।
এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বায়ুসেনা আধিকারিক — স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিং সিন্ধু (৪৪) ও ফ্লাইট লেফটেন্যান্ট ঋষি রাজ সিং-এর (২৩)। লোকেন্দ্র সিংয়ের বাড়ি হরিয়ানার রোহতকে, আর ঋষি রাজের বাড়ি রাজস্থানের পালি জেলায়।