শুভদীপ বন্দ্যোপাধ্যায়
নীতু সিং একদম শিশু বয়স থেকে ছবিতে অভিনয় শুরু করেন। তখন তাঁর নাম ছিল বেবি সনিয়া। 'সুরজ', 'দশ লাখ', 'ওয়ারিশ', 'ঘর ঘর কি কাহানি', ছয়-সাতের দশকে শুরু অব্দি বেবি সনিয়া নামে অভিনয় করেন নীতু। 'রিক্সওয়ালা' ছবিতে রণধীর কাপুরের বিপরীতে নায়িকার চরিত্রে প্রথম অভিনয় করেন নীতু। তবে প্রথম সাফল্য এল 'ইয়াদো কি বরাত' ছবি দিয়ে।