দ্য ওয়াল ব্যুরো: জোকা-বিবাদি বাগ মেট্র্রো প্রকল্পে জোরকদমে এগোচ্ছে কাজ। ১.৭ কিলোমিটার রাস্তা খোঁড়া শুরু হল বৃহস্পতিবার। এই পর্যায়ে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত খোঁড়া হবে বলে জানা যাচ্ছে।
জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের জন্য ময়দান এলাকায় কয়েকশো গাছ কাটা হয়েছে, এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল একটি সংস্থা। কিন্তু হাই কোর্ট এ ব্যাপারে মেট্রোর কাজে হস্তক্ষেপ করেনি। তার পরই মামলাকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শুরু হয় সমস্যা। প্রায় ১০ বছরেও বেশি সময় ধরে এই প্রকল্পের কাজ চলায় তিতিবিরক্ত এলাকাবাসী। ফলে কাজে বাধা পড়ায় আরও বিরক্ত হন।