দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ আজ ভারতের অন্যতম প্রিয় সিরিজে পরিণত হয়েছে। ইতিমধ্যেই চারটি সিজন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। চতুর্থ সিজনের পর এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন পঞ্চম সিজনের জন্য। এই সময়ে সিরিজের অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে কৌতূহল বেড়েছে দর্শকদের মধ্যে। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন প্রহ্লাদ চাচার ভূমিকায় জনপ্রিয় অভিনেতা ফয়জল মালিক।
দ্য রউনক পডকাস্টে ফয়জল বলেন, “সব ভালই চলছে”—এই এক কথায় বুঝিয়ে দেন যে, নিজের পারিশ্রমিক নিয়ে তিনি সন্তুষ্ট। যদিও নির্দিষ্ট অঙ্ক জানাননি, তিনি অভিনেতাদের বেতন নিয়ে কিছু তথ্য ভাগ করে নেন।