দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টির পর ধস নামল গুরুগ্রামের রাস্তায়। বুধবার গভীর রাতে সাউদার্ন পেরিফেরাল রোড (SPR)-এ আচমকা তৈরি হয় একটি বিশাল গর্ত। জমা জলে ভাঙা রাস্তা দেখতে না পেয়ে তাতে ঢুকে পড়ে একটি চলন্ত ট্রাক। উল্টে গিয়ে আহত হন চালক ও খালাসি। তাঁদের উদ্ধার করা হলেও এখনও গর্তে আটকে ট্রাকটি।
ঘটনাটি ঘটে রাত সাড়ে ১০টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, ট্রাকটি SPR ধরে যাচ্ছিল, তখনই গর্তে পড়ে যায়। ভারী বর্ষণের জেরে ওই রাস্তায় ধস নেমেছিল সন্ধে নাগাদ।
#REL