দ্য ওয়াল ব্যুরো: ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে চাঞ্চল্যকর মোড়। আবেদনকারীরা আপাতত সাধারণ ক্যাটাগরিতে ফর্ম পূরণ করতে পারবেন বলে জানিয়ে দিল আদালত। তবে ওবিসি ক্যাটাগরিতে ফর্ম জমার অনুমতি দেওয়া হল না। রাজ্যের হলফনামাও তলব করল আদালত।
বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে এদিন দীর্ঘ শুনানি চলে। মামলাকারীদের পক্ষে বিশিষ্ট আইনজীবী এম আর শামশাদ জানান, ৩ এপ্রিল ও ১৭ এপ্রিলের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, উপযুক্ত প্রার্থীরা পূর্ব ক্যাটাগরিতে ফর্ম পূরণ করতে পারেন এবং যারা পূর্বে পরীক্ষায় বসেছিলেন, তাঁদের বয়সে ছাড় দেওয়ার কথাও বলা হয়েছিল।