দ্য ওয়াল ব্যুরো: “আমরাও প্রথমে চাইনি। কিন্তু এবার মনে হল, সময় এসেছে”—ঠিক এই কথাতেই ২৫ বছর পর ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’-র রিবুটের সিদ্ধান্ত ব্যাখ্যা করলেন প্রযোজক একতা কাপুর। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, এই নতুন সংস্করণ শুধু নস্ট্যালজিয়ার জন্য নয়, বরং ঘরোয়া আলোচনার মধ্য দিয়ে সমাজে প্রভাব ফেলতেই তৈরি হচ্ছে।
অভিনেত্রী থেকে রাজনীতিক হওয়া স্মৃতি ইরানি আবার ফিরছেন তাঁর জনপ্রিয় চরিত্র তুলসী বিরানি হিসেবে। সঙ্গে থাকছেন অমর উপাধ্যায়, অপরা মেহতা, শক্তি আনন্দ এবং কমলিকা গুহ ঠাকুরতা-র মতো পুরনো তারকারা।
#REL