দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের (Rajasthan) চুরু জেলায় ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান (Rajasthan Jet Crash) ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন দুই পাইলট। তাঁরা হলেন - স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিং সিন্ধু (৪৪) ও ফ্লাইট লেফটেন্যান্ট ঋষি রাজ সিং-এর (২৩)। লোকেন্দ্র সিংয়ের বাড়ি হরিয়ানার রোহতকে, আর ঋষি রাজের বাড়ি রাজস্থানের পালি জেলায়।
এই মর্মান্তিক ঘটনার পরই প্রকাশ্যে এসেছে আরও এক হৃদয়বিদারক তথ্য। মাত্র কুড়ি দিন আগেই বাবা হয়েছিলেন লোকেন্দ্র। সদ্যোজাতকে এক ঝলক দেখে স্ত্রী-কে শ্বশুরবাড়িতে রেখে আবার ফিরে গিয়েছিলেন নিজের কর্তব্যে। কিন্তু সেখান থেকে আর ফিরলেন না তিনি।