দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালে বাংলা ছবিতে যেন বাণ এসেছে। ছবি প্রেক্ষাগৃহে চলুক বা না চলুক প্রায় ফি হপ্তায় রিলিজ হচ্ছে নতুন ছবি। বলিউডেও ছবিটা ভিন্ন নয়। ২০২৫ সালের প্রথমার্ধে ‘ছাভা’, ‘হাউসফুল ৫’ এবং ‘সিতারে জমিন পর’-এর মতো বড় বাজেটের একাধিক ছবি মুক্তি পেয়েছে। তবে বছরের সেকেন্ড হাফেও সিনেমাপ্রেমীদের জন্য রয়েছে আরও চমক। ‘ওয়ার ২’ এবং ‘আলফা’-র মতো বহু প্রতীক্ষিত ছবি মুক্তির অপেক্ষায়। তবু IMDb-র তালিকায় ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে সবচেয়ে প্রত্যাশিত ভারতীয় ছবির শীর্ষে রয়েছে যে সিনেমাটি, তা আর কিছু নয়—রজনীকান্তের ‘কুলি’ (Rajinikanth – Coolie)।
#REL