দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের নির্বাচন কমিশনের অফিসে (Chief Electoral Office) বড়সড় রদবদলের সম্ভাবনা।
মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO), এর দফতরের তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হল নবান্ন (Nabanna)। ইতিমধ্যে নবান্নের তরফে অতিরিক্ত সিইও, যুগ্ম সিইও এবং ডেপুটি সিইও পদে নিয়োগের জন্য তিনটি পৃথক প্যানেল (Panel) পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।
#REL