দ্য ওয়াল ব্যুরো: মাত্র এক বছরের শিশুকে নিয়ে ছুটে চলেছে পরিবার, এক হাসপাতাল থেকে আরেক। চার জেলায় পাঁচটি হাসপাতালে ঘুরেও শেষরক্ষা হল না। ডিহাইড্রেশনে আক্রান্ত ছোট্ট শিবাংশ জোশীর মৃত্যু ঘিরে চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগে উত্তাল উত্তরাখণ্ড।
অভিযোগ উঠেছে, জরুরি পরিস্থিতিতে একের পর এক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা হয়নি, অবহেলা আর উদাসীনতায় খর্ব হয়েছে সময়, যার জেরে মৃত্যু হয় একরত্তির। শিবাংশের বাবা দিনেশ চন্দ্র জোশী একজন সেনা অফিসার। ওই সময় তিনি কর্মরত ছিলেন জম্মু-কাশ্মীরে। মা একাই ছেলেকে নিয়ে ছুটছিলেন হাসপাতাল থেকে হাসপাতালে।
#REL