দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর ঘূর্ণনের গতি বাড়তে চলেছে আগামী কয়েক সপ্তাহে। এর ফলে স্বাভাবিক ২৪ ঘণ্টার চেয়ে খানিকটা ছোট হতে পারে প্রতিদিনের সময়।
জুলাই ও অগস্টের তিনটি নির্দিষ্ট দিনে, ৯ জুলাই, ২২ জুলাই এবং ৫ অগস্ট, চাঁদের অবস্থানের কারণে পৃথিবী আরও দ্রুত ঘুরবে বলে পূর্বাভাস বিজ্ঞানীদের। ফলে প্রতিটি দিন ১.৩ থেকে ১.৫১ মিলিসেকেন্ড পর্যন্ত কম হতে পারে বলে জানিয়েছে ‘লাইভ সায়েন্স’-এর একটি রিপোর্ট।
#REL
কীভাবে কমছে দিনের দৈর্ঘ্য?