দ্য ওয়াল ব্যুরো: ভাইয়ের কপালে ফোঁটা (Bhaidooj 2025), মুখে মিষ্টি— এ যেন বাঙালির ঘরোয়া উৎসবের চিরাচরিত ছবি। কিন্তু এ বছর সেই ছবিতে ধাক্কা খাচ্ছে মুদ্রাস্ফীতির ছায়া। বাজারের অগ্নিমূল্যের দৌলতে (Market Price) যমের দুয়ারে নয়, কাঁটা পড়ছে সরাসরি হেঁসেলে!
সোমবার ছিল কালীপুজো। তবে বুধবার নয়, অধিকাংশ বাড়িতে এবারে বৃহস্পতিবারই হবে ভাইফোঁটা। তার জেরে মঙ্গলবার থেকেই নতুন করে চড়ছে সবজি থেকে মাছ-মাংস, এমনকি মিষ্টির দামেও। ফলে এবারের ভাইফোঁটা অনেকের কাছেই আর আগের মতো ‘ঘটা করে’ নয়, বরং ‘নমো-নমো’ করেই সারতে হচ্ছে উৎসব।
#REL