দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কার্যত জলের নীচে তলিয়ে গিয়েছিল সাঁতরাগাছি আন্ডারপাস (Santragachi Underpass)। কোমর সমান জলে আটকে পড়ে যান চলাচল, বিপাকে পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। হাঁটাও অসম্ভব হয়ে ওঠে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, বিকল্প রাস্তা খুঁজতে উদ্যোগী হল প্রশাসন।
ইতিমধ্যে আন্ডারপাস এলাকায় যৌথভাবে পরিদর্শনে যান হাওড়া পুরসভা ও হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। বিকল্প ব্যবস্থা হিসাবে আপাতত জেব্রা ক্রসিং করে রাস্তা পারাপারের পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে।
#REL
কেন এই অবস্থা?