দ্য ওয়াল ব্যুরো: কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সার শহরে কপিল শর্মার নতুন রেস্তোরাঁ ‘ক্যাপ’স ক্যাফে’ (Kap’s Café)-তে গুলি চলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি এই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ওই ঘটনায় অন্তত ৯ রাউন্ড গুলি চালানো হয়, তবে কেউ আহত হননি। ‘ক্যাপ’স ক্যাফে’ জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা এবং তাঁর স্ত্রী গিনির রেস্তোরাঁ শিল্পে প্রথম পদক্ষেপ। কয়েক সপ্তাহ আগেই এই ক্যাফে উদ্বোধন হয়েছে।
#REL