দ্য ওয়াল ব্যুরো: রাধিকা যাদব খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। একদিকে মেয়ের টেনিস অ্যাকাডেমি চালানো ও আর্থিক স্বনির্ভরতা নিয়ে বাবার অস্বস্তি, অন্যদিকে সাম্প্রতিক এক মিউজিক ভিডিওতে তাঁর রোম্যান্টিক দৃশ্যে উপস্থিতি, পরিবারের উপর চাপ বাড়িয়ে তোলে। এমনই দাবি করছে গুরুগ্রাম পুলিশ।
২৫ বছর বয়সি জাতীয় স্তরের টেনিস খেলোয়াড় রাধিকাকে বৃহস্পতিবার সকালে গুলি করে খুন করেন তাঁর বাবা দীপক যাদব। গুরুগ্রামের অভিজাত সুশান্ত লোক এলাকায় তাঁদের বাড়ির মধ্যেই গুলিতে ঝাঁঝরা করে দেন। ঘটনার পর দীপককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুন এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।