দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক ঝামেলার বলি হল ১১ মাসের শিশু। ত্রিশূলের আঘাতে মহারাষ্ট্রে মৃত্যু হল অবধূত মেংগওয়াড়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মহারাষ্ট্রের আহমেদনগর জেলার কেডগাঁও-এর আম্বেগাঁও পুনর্বাসন কলোনির ঘটনা। অবধূতের মা পল্লবী মেংগওয়াড়ে এবং বাবা শচিন মেংগওয়াড়ের মধ্যে বৃহস্পতিবার সকালে ঝামেলা লাগে। পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করেন শচিনের ভাই নীতিন ও তাঁর স্ত্রী ভাগ্যশ্রী।
#REL