দ্য ওয়াল ব্যুরো: গুরুগ্রামে রাধিকা যাদব খুনের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তাঁর বান্ধবী তথা সহ-টেনিস খেলোয়াড় হিমাংশিকা সিং রাজপুত। আবেগঘন পোস্টে গোটা ঘটনার জন্য আঙুল তুললেন রাধিকার বাবা দীপকের দিকেই।
হিমাংশিকা শনিবার ওই ভিডিওটি পোস্ট করেন। লেখেন, 'আমার প্রিয় বন্ধু রাধিকাকে খুন করেছে ওর বাবা। পাঁচ রাউন্ড গুলি চালায়, চারটে লাগে রাধিকার গায়ে। দীর্ঘ দিন ধরেই ওর জীবনটা নরক করে তুলেছিল ওর বাবার দমনমূলক আচরণ। হিংসুটে লোকদের কথা শুনে শেষমেশ খুনের সিদ্ধান্ত নেয়।'
#REL