দ্য ওয়াল ব্যুরো: বাংলার ডিজিটাল রূপান্তরের পথে এক নতুন মাইলফলকে পৌঁছল রাজ্যের Bangla Sahayata Kendra (BSK)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়, "এই কৃতিত্ব রাজ্যের ডিজিটাল পরিষেবার দক্ষতা, স্বচ্ছতা ও জনভরসার প্রতিফলন।"
শুক্রবার টুইটারে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, BSK-র ই-ওয়ালেট লেনদেনের পরিমাণ ছাড়িয়ে গেছে ১,০০০ কোটি টাকা। রাজ্যের তরফে এই সাফল্যকে ‘Digital Bangla in Action’ প্রকল্পের গর্বের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
#REL