দ্য ওয়াল ব্যুরো: টেনিস খেলোয়াড় রাধিকা যাদব (Radhika Yadav) হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ময়নাতদন্তে (Autopsy Report) উঠে এসেছে যে, রাধিকার শরীরে চারটি বুলেটের চিহ্ন রয়েছে—সবই বুকের সামনের দিকে। অথচ এফআইআরে তাঁর বাবা দীপক যাদব দাবি করেছিলেন, তিনি পেছন থেকে গুলি চালিয়েছিলেন এবং তিনটি গুলি লাগে। এই দাবি এখন প্রশ্নের মুখে।
সরকারি হাসপাতালের বোর্ড সদস্য ও সার্জন ডা. দীপক মাথুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “রাধিকাকে সামনে থেকে চারবার গুলি করা হয়েছে। সবকটি বুলেট বুক লক্ষ্য করে ছোঁড়া হয়”। ময়নাতদন্তের পর বুলেটগুলি বের করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।