দ্য ওয়াল ব্যুরো: আইআইএম কলকাতার (IIM Joka) হস্টেলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ (student rape incident) ঘিরে তীব্র চাঞ্চল্য। শনিবার সকালে জোকায় আইআইএম ক্যাম্পাসের সামনে পথে নামল কংগ্রেস (Congress protests)।
ঘটনার প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান তুলে বিক্ষোভ দেখান রাজ্য কংগ্রেসের নেতৃত্ব। নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। আটক করা হয় আশুতোষ-সহ কংগ্রেসের নেতা, কর্মীদের।