দ্য ওয়াল ব্যুরো: ন'মাস আগেই মৃত্যু হয়েছিল। কিন্তু তা টের পায়নি কেউ। করাচির এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগর আলির পচাগলা দেহ। আদালতের নির্দেশে ফ্ল্যাট খালি করতে গিয়ে পুলিশ যখন সেখানে ঢোকে, তত দিনে সব শেষ। দেহে পচন ধরেছে, চেহারা চেনার উপায় নেই, অঙ্গপ্রত্যঙ্গ প্রায় গলে গিয়েছে।
৩২ বছর বয়সি হুমায়রা ছিলেন জনপ্রিয় মুখ। একাধিক টেলিভিশন সিরিয়াল, ছবিতে কাজ করেছেন। ‘জালাইবি’, ‘লাভ ভ্যাকসিন’-এর মতো ছবির পাশাপাশি ২০২২ সালে রিয়ালিটি শো ‘তামাশা ঘর’-এ অংশ নিয়েও তিনি লাইমলাইটে এসেছিলেন।