দ্য ওয়াল ব্যুরো: নভা আর নেই। কুনো অভয়ারণ্যে মৃত্যু হল নামিবিয়া থেকে আসা আট বছরের চিতার। গত এক সপ্তাহ ধরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিল সে। শনিবার মৃত্যু হয়েছে বলে সরকারি বিবৃতিতে জানিয়েছেন কুনো ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর উত্তম শর্মা।
তিনি বলেন, 'প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সফ্ট রিলিজ এনক্লোজারে শিকার করতে গিয়ে চোট পায় নভা। বাঁ পায়ের উলনা এবং ফিবুলা হাড়ে ফ্র্যাকচার ছিল। শরীরে আরও একাধিক চোট ছিল।' মৃত্যুর পর তার দেহের ময়নাতদন্ত করা হবে, সেখান থেকেই জানা যাবে আরও বিস্তারিত তথ্য।
#REL