দ্য ওয়াল ব্যুরো: নিজের স্বাধীনতা চেয়েছিলেন। জীবনের স্বাদ নিতে চেয়েছিলেন। কিন্তু সেই ইচ্ছাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় রাধিকা যাদবের কাছে।
রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকাকে গুলি করে খুন করেন তাঁরই বাবা, দীপক যাদব। ঘটনার আগে, হোয়াটসঅ্যাপে নিজের কোচ অজয় যাদবকে একাধিক মেসেজ পাঠিয়েছিলেন ২৫ বছর বয়সী এই প্রতিভাবান খেলোয়াড়। সেই মেসেজে ফুটে উঠেছে বাড়ির কড়া নিয়ম কানুনের ফাঁসে আটকে পড়া এক মেয়ের দমবন্ধ পরিস্থিতি, এবং তার থেকে মুক্তির আকুতি।