দ্য ওয়াল ব্যুরো: টেনিস খেলোয়াড় রাধিকা যাদব খুনের তদন্তে নয়া মোড়। গুরুগ্রাম পুলিশ শনিবার জানাল, রাধিকার কোনও নিজস্ব টেনিস অ্যাকাডেমিই ছিল না। বরং বিভিন্ন জায়গায় কোর্ট ভাড়া করে তিনি তরুণদের প্রশিক্ষণ দিতেন। আর সেখানেই আপত্তি ছিল তাঁর বাবা দীপক যাদবের।
প্রথমে পুলিশ জানিয়েছিল, রাধিকা নিজের একটি টেনিস অ্যাকাডেমি চালাতেন। যাতে কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তাঁর বাবা। সেখান থেকে হওয়া আয় বাবা-মেয়ের সম্পর্কের টানাপড়েনের মূল কারণ। তবে নতুন তথ্য বলছে, আসলে তিনি নিজের নামে কোনও প্রতিষ্ঠান চালাতেন না।
#REL