দ্য ওয়াল ব্যুরো: কোনও হঠকারী সিদ্ধান্ত নয়, অনেকদিন ধরেই মেয়েকে খুনের পরিকল্পনা করছিলেন দীপক যাদব! টেনিস খেলোয়াড় রাধিকা হত্যাকাণ্ডে পুলিশের হাতে উঠে এল এই তথ্য (Tennis Player Radhika Yadav Murder Case)। বহুদিনের জমে থাকা ক্ষোভ থেকেই এই নির্মম সিদ্ধান্ত নেন অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন সকালে তিনি নিজের ছেলেকে দোকানে পাঠান দীপক। সেইসময় বাড়িতে ছিলেন তিনি ও তাঁর ২৫ বছরের মেয়ে রাধিকা যাদব। তরুণী রান্নাঘরে কাজ করছিলেন। গুরুগ্রামের সুশান্ত লোকের সেক্টর ৫৭-এর বাড়িতেই, বৃহস্পতিবার একেবারে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেয়েকে গুলি করেন দীপক (Deepak Yadav)।