দ্য ওয়াল ব্যুরো: লাদাখের অশান্তির (Ladakh Protest) ঘটনায় সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখার বিস্ফোরক অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন তাঁর স্ত্রী। বললেন, বিগত কয়েক বছর ধরে তাঁর স্বামীকে হয়রানি করা হচ্ছে। এক্ষেত্রে নিশানায় কেন্দ্রই।
সোনমের স্ত্রী ও সমাজসেবী গীতাঞ্জলি জে আংমো (Gitanjali j Angmo) স্বামীর বিরুদ্ধে কেন্দ্রের আনা সমস্ত অভিযোগ খারিজ করেছেন। আংমোর অভিযোগ, সরকারের তরফে তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হয়রানি (Witch Hunt) করা হচ্ছে।
চার বছর ধরে হয়রানি