দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২৫ বছর বয়সি রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গুলি করে খুন করেছেন তাঁর বাবা দীপক যাদব। পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর হেফাজতে থাকাকালীন নিজের মৃত্যুদণ্ডের অনুরোধ করে ভেঙে পড়েন।
রাধিকার কাকা বিজয় যাদব এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেন, “তিনি বলেছেন, তিনি ‘কন্যাবধ’ করেছেন। যদি ফাঁসির বিধান থাকে, তাহলে যেন তাঁকে ফাঁসি দেওয়া হয়। থানাতেও একথা বলেছেন।”
গুরগাঁওয়ের বাড়ির রান্নাঘরে, রান্না করার সময়ই মেয়েকে পেছন থেকে তিনটি গুলি করেন রাধিকার বাবা দীপক যাদব।
#REL