দ্য ওয়াল ব্যুরো: পুরনো স্মৃতি যেন নতুন করে মন ছুঁয়ে গেল। করণ জোহরের জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ'–এর একটি পুরনো পর্ব ফের ভাইরাল হয়েছে সম্প্রতি। আর সেই পর্বেই অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া বচ্চন অকপটে প্রশংসা করেছিলেন তাঁর পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চনের।
সাক্ষাৎকারে করণ যখন জয়ার কাছে জানতে চান ঐশ্বর্যা সম্পর্কে, তিনি সোজাসাপটা উত্তর দেন, 'সি ইজ লাভলি। আই লাভ হার অ্যান্ড ইউ নো আই হ্যাভ অলওয়েস লাভড হার।'