অমল সরকার
ভোট এলেই বিজেপি নেতাদের মাথায় অনুপ্রবেশ-পোকা কিলবিল করা শুরু করে। পশ্চিমবঙ্গ, অসমে বহু বছর ধরে বিজেপির এটা অন্যতম অস্ত্র। আগামী বছরের মার্চ-এপ্রিল-মে’তে বাংলা ও অসমে বিধানসভার ভোট। নির্বাচন দুয়ারে কড়া নাড়তেই বিজেপি ও তাদের মেশিনারি নেমে পড়েছে দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে।