দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের গুরুত্বপূর্ণ আদালতগুলির অন্যতম আলিপুর জেলা আদালত (Alipore court)। সেখানেই একাধিক ট্রায়াল কোর্ট (Several Trial courts) এখন কার্যত বিচারক শূন্য (Judges)! ফলে শত শত বিচারপ্রার্থীর ভোগান্তি চরমে পৌঁছেছে। মামলার দিন আছে, শুনানির সময়ও ঠিকঠাক, কিন্তু বিচারকের অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া এগোচ্ছে না এতটুকুও।
আদালত সূত্রে খবর, আলিপুর আদালতের বেশ কয়েকটি দায়রা ও বিশেষ আদালতে দীর্ঘদিন ধরে স্থায়ী বিচারক নেই। কোথাও অবসর, কোথাও স্থানান্তর, কোথাও আবার নতুন নিয়োগে বিলম্ব—এই তিনের ফলে জটিল হয়ে উঠেছে পরিস্থিতি।
#REL