দ্য ওয়াল ব্যুরো: মাত্র পাঁচ মাস আগে ইলেকট্রিক স্কুটি, ল্যাপটপ-সহ একাধিক উপহার দিয়ে ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছিলেন বাবা। সেই মেয়েই এদিন ফিরে এল নিথর দেহ হয়ে। ঘরের সিলিং ফ্যানে ঝুলছিল তাঁর দেহ। ঘটনাটি হুগলির বলাগড় থানার রুকেসপুর এলাকার। মৃতার নাম রিয়া দাস (২৯)। পেশায় সিভিক ভলান্টিয়ার স্বামী সুভাষ সাঁতরার বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে মৃতার পরিবার(Civic volunteer's wife)।
মগড়ার বিশপাড়ার বাসিন্দা রিয়ার সঙ্গে গত ফেব্রুয়ারিতে বিয়ে হয় সুভাষের। কিন্তু বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই স্তব্ধ হয়ে গেল জীবনের সমস্ত ছন্দ। রিয়ার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ।