দ্য ওয়াল ব্যুরো: ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনে (Bhangar TMC Leader Rajjak Khan case) গ্রেফতার দলেরই এক কর্মী আজহারউদ্দিন মোল্লা। জাহান আলি খান ও রাজু মোল্লা নামের আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই খুনের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা মোফাজ্জেল খান। এই তিনজন তাঁরই শাগরেদ বলে খবর পুলিশ সূত্রের।
আজহারউদ্দিন মোল্লা আগে আইএসএফ (ISF) করতেন। গতবছর নির্বাচনের পরই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন। তবে বাকি দুজনের রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি।