দ্য ওয়াল ব্যুরো: এক টুকরো চিকেন নিয়ে তর্কাতর্কি! সেই সামান্য ঘটনার জেরেই প্রাণ গেল এক যুবকের। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গিয়ে খুন হতে হল তাঁকে। রবিবার রাতে কর্নাটকের (Karnataka Man killed over a piece of chicken) বেলাগাভি জেলায় এক বিয়েবাড়িতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিনোদ মালাসেট্টি (৩০)। তিনি ইয়ারাগট্টি তালুকার বাসিন্দা ছিলেন। তাঁর বন্ধু অভিষেক কোপ্পদের কিছুদিন আগেই বিয়ে করেছেন। সেই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানেই গিয়েছিলেন তিনি।
#REL