দ্য ওয়াল ব্যুরো: ৩২ হাজার শিক্ষক নিয়োগ (32,000 job cases) মামলায় ফের গুরুত্বপূর্ণ শুনানি। সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)
মামলার শুনানিতে প্রাক্তন চাকরিপ্রাপ্ত একদল প্রশিক্ষিত প্রার্থীর পক্ষে সওয়াল করেন আইনজীবী প্রতীক ধর। তিনি জানান, "প্রায় ১০,০০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত (Trained candidate) নিয়োগের সময় আনট্রেন্ড থাকলেও ১৯ এপ্রিল ২০১৯-এর আগে NIOS থেকে প্রশিক্ষণ নিয়েছিল। সুপ্রিম কোর্টও এই বিষয়ে নির্দেশ দিয়েছিল। অথচ এদের বাতিল করে দেওয়া হয়েছে।"