দ্য ওয়াল ব্যুরো: তাঁদের মাথায় মুকুট নয়, হাতে ছিল তরবারি। তাঁরা প্রশংসা কামনা করেন না, তাঁরা অগ্রগতির পথ বেছে নেন। তাঁরা একে অপরের সাফল্যে উচ্ছ্বসিত হন, শিল্প আর সৃষ্টির মাধ্যমে একে অপরকে অনুপ্রাণিত করেন। কারণ তাঁরা বুঝে গিয়েছেন— এই জীবনের আসল নায়িকা তাঁরাই।