দ্য ওয়াল ব্যুরো: ২২ ঘণ্টার যাত্রাপথ পেরিয়ে পৃথিবীতে ফিরছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ও তাঁর তিন মিশনসঙ্গী। অ্যাক্সিয়ম-৪ (Axiom-4) সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করেছে। ভারতের সময় অনুযায়ী, বিকেল ৪টা ৫০ মিনিটে স্পেসএক্সের ড্রাগন স্পেসক্রাফট ISS থেকে বিচ্ছিন্ন (Undocking) হয়।
নাসার তরফে জানানো হয়েছে, প্রক্রিয়ায় কিছুটা দেরি হলেও কোনও ত্রুটি ঘটেনি। এবার প্রায় ২২ ঘণ্টা ৩০ মিনিটের দীর্ঘ যাত্রা শেষে তাঁরা ক্যালিফোর্নিয়ার উপকূলে সমুদ্রে নামবেন মঙ্গলবার, ১৫ জুলাই, ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩টের আশেপাশে।
#